যারা আওয়ামী লীগ করছেন, যারা স্বৈরাচারের দোসর, তাদের মধ্যে কোনো ন্যায়নীতি নেই। ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় বলার কোনো বিবেকবোধ নেই।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এসব কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-এর শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি উপস্থিত ছিলেন।
লুনা বলেন, আমরা কোনো আন্দোলনে যখন জাতি হিসেবে ঐক্যবদ্ধ হবো, তখন সেই আন্দোলন সফল হবে। যদি আমাদের মধ্যে ভেদাভেদ থাকে তাহলে সফলতা অর্জন করতে পারবো না।
জুলাই বিপ্লবে ঢাবির হল প্রভোস্টদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হওয়ার পর ছাত্রলীগকে যখন শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হয়, তখন ছাত্রলীগ আমাদের বোনদের কী ধরনের নির্যাতন করেছে তা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে, যখন হল খালি করা হলো তখন ওই হলগুলোর প্রভোস্ট ছাত্রীদের বলেছেন- ‘তোমরা এখন বেরিয়ে যাবে, না হলে তোমাদের কিছু হলে এর জন্য আমরা দায়ী না।’ একজন শিক্ষক হিসেবে তাদের নিরাপত্তা না দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়েছে। তাদের শিক্ষক বলতে লজ্জা লাগে।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, আপনারা দেখছেন, তারা পালিয়ে গিয়ে মিডিয়ার মধ্যে যে বক্তব্য দিচ্ছে তাতে কোনো অনুতাপ নেই। তারা যে এত অন্যায় করেছে, এত মানুষ হত্যা করেছে, দেশের কোটি কোটি টাকা পাচার করেছে, এতে তাদের কোনো অনুতাপ নাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
আরও ছিলেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক রবিউল ইসলাম, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির প্রমুখ।