1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ২৮ মে ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভুয়া মেজর পরিচয়কারী পলাতক সেনা সদস্য আটক

জগন্নাথপুর প্রতিনিধি🖊
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভুয়া মেজর পরিচয়কারী এক পলাতক সেনা সৈনিককে আটক করা হয়েছে।

সোমবার (১০ মার্চ)  সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের হাজী মোহাম্মদ দানিছ মিয়া বাড়ি থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত ভুয়া মেজর পরিচয়কারী বাসিদুর রহমান (৩৮) কে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আটক করে।

আটককৃত ব্যক্তি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে এবং তিনি পলাতক সেনা সদস্য।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বাসিদুর রহমান হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগম (৪০) এর স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে কয়েকদিন ধরে বসবাস করে ভুয়া মেজর হিসেবে এলাকার লোকজন কে পরিচয় দিয়ে দাপট দেখান। হামিদা বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। তিনি হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে এলাকার লোকজনের সন্দেহ হলে তাঁরা সেনাক্যাম্পে বিষয়টি জানান।

যার প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় সেনা ক্যাম্পের মেজর আল জাবির মোহাম্মদ আসিব, ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান চালিয়ে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগম(৪০) কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ডোন ক্যামেরা, দুইটি পাসপোর্ট, র্যার-৯ লেখা সম্বলিত একটি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা, ছুরি, চাকু, উদ্ধার করা হয়।

বাসিদুর রহমান ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদেন এবং ২০২০ সালে ৩৭ এডি রেজিমেন্ট কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্হায় ছুটিতে এসে পলাতক হন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ভূয়া মেজর পরিচয়দানকারী ও তাঁর স্ত্রী পরিচয়ে এক নারীকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট