1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দায়িত্ব সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে, মাঝপথে চলে যাওয়ার কোনো সুযোগ নেই মে মাসের ২৪ দিনে এল সোয়া ২ বিলিয়ন ডলার রেমিটেন্স ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব সিলেটে পাঁচ লাখ টাকার ভারতীয় ক্রীমসহ একজন গ্রেফতার সুনামগঞ্জে স্কাউটসের উদ্যোগে গবেষণা ও মূল্যায়ণ ওয়ার্কশপ অনুষ্ঠিত সুনামগঞ্জে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক আলোচনা সভা সম্পন্ন সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার দাবি বিএনপির নির্বাচনের আগে সংস্কারের দাবি জামায়াতের সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ

এপ্রিলে বাংলাদেশে আসতে পারেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু করতে চায়। সে বিষয়েও কাজও শুরু হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক।

সোমবার (১০ মার্চ) প্রকাশিত গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ভালো বিনিয়োগের সুযোগ ও বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন, এমনটিই প্রত্যাশা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ইলন মাস্ক বাংলাদেশ সফরে এলে বিষয়টি তার কাছে উপস্থাপনের কথাও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, ‘ট্রাম্প একজন ডিলমেকার, তাই আমি তাকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’

ইউনূস আরো বলেন, ‘যদি তিনি এমনটি না করেন, বাংলাদেশ কিছুটা মনোক্ষুণ্ন হবে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না।’ গত ১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ট্রাম্পের ঘনিষ্ঠ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে ফোনে কথাও বলেছেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট