1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ :

গাজায় গণহত্যা, বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল এবং ইসলামিক ফোর্সেস গ্রুপ। আগামীকাল ৭ এপ্রিল সোমবার এই ধর্মঘট পালনের জন্য সারাবিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই।

এ বিষয়ে দেওয়া বিবৃতিতে গাজায় নির্বিচারে ইসরায়েলের হামলা ও হত্যাকাণ্ড বিশ্বব্যাপি তুলে ধরার আহ্বান করেছে ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস গ্রুপ। সংঘাত বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জোর দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি ফিলিস্তিনের অধিকার হরণ ও গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞের জন্য জবাবদিহিতার দাবি করা হয়।

ফিলিস্তিনি ন্যাশনাল ও ইসলামিক ফোর্সেস দেশটির মুক্তি সংগ্রামের জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ জোট। এ জোট কারাবন্দি ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুতিকে নিজেদের নেতা হিসেবে মান্য করে।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজ রবিবার দিনভর হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

২০২৩ সালের অক্টোবর থেকে চলা সংঘর্ষে এখন পর্যন্ত ৫০ হাজারেও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নির্বিচারে নিরস্ত্র এসব মানুষের ওপর দিনের পর দিন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইউনিসেফের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি চলতি সপ্তাহে জানিয়েছে, দুই সপ্তাহে তিনশোরও বেশি শিশু নিহত হয়েছে ইসরায়েলের হামলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট