জাতীয়তাবাদী বন্ধু প্লাটফর্ম এর যুক্তরাজ্য প্রবাসী কে আর জসিমের স্বদেশ আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্টান অনুষ্টিত হয় ।
দক্ষিণ সুরমা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যগে এক মহতিপূর্ণ আনন্দগণ অনুষ্টান পরিচালিত হয় এতে অংশগ্রহণ করেন বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা ব্যতিক্রমী এই অনুষ্টানে নেই প্রধান অতিথি, প্রধান বক্তা, বা কোন বিশেষ অতিথি , অত্যন্ত চমৎকার এই অনুষ্টানের নেই কোন মঞ্চ একে
একে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান নিজ আসনে ।
মাসুম আলমের বত্তব্যে বিএনপির দিক নির্দেশনা মূলক কিছু কথা ফুটে উঠে তিনি চমৎকার সাবলীল ভাষায় সুন্দর ভাবে বলে যান আগামীর বিএনপি হতে হবে সোশ্যাল মিডিয়া ভিত্তিক কেন না বিগত সরকার কে সোশ্যাল মিডিয়া যে ভাব প্রতিনিয়ত একে একে আক্রমণ করে শেষ পর্যন্ত সেই সরকার ঠিকে থাকতে পারেনি ।
৫ই আগষ্টের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া বিএনপির পক্ষে নয় তিনি বলেন আমরা সকলেই ফেইছ ব্যবহার করি কিন্তু বিএনপির ভালো কাজের জন্য কেউ একটা লাইক কমেন্ট পর্যন্ত করিনি কিন্তু দুঃখের বিষয় মন্দ কাজের জন্য প্রতিবাদ টুকু করতে ভুলে যাই , অপরদিখে ফায়দা নেয় অন্যান্য সুবিধাবাদী দল এভাবে চলতে থাকলে এক সময় আমাদের ও ঠিক একই অবস্থা হতে পারে ।
যুক্ত রাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কে আর জসিম শুভেচ্ছা বক্তব্যে বলেন বাংলাদেশ ও যুক্তরাজ্য বিএনপি এক সাথে কাজ করলে দল আরো শক্তিশালী হয়ে উঠতে খুব একটা সময় লাগবে না আমি অল্প কিছুদিনের জন্য দেশে এসে ছিলাম যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ভাইয়ের জরুরি কিছু ম্যাসেজ পৌঁছে দিতে সেখানে দক্ষিণ সুরমা বিএনপির নেতা কর্মীরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমি সকলের কথা মনে রাখবো ।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বক্তব্যের শুরুতেই বলেন মানবতার ফেরিওয়ালা আমাকে বলবেন না এই কথা টি আমি পছন্দ করিনা আমি মানুষের সমস্যার কথা বলতে বিভিন্ন জায়গায় যাই কথা বলি তাই বলে আমি মানবতার ফেরিওয়ালা নই আর আজকের এই সুন্দর অনুষ্টান টি দেখে আমার খুব ভালো লেগেছে এখানে মেই কোন স্টেইজ নেই কোন প্যান্ডেল একেবারে সাধারণ একটি মঞ্চ ।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,স্বাগত বক্তব্যে সিলেট বিএনপির নেতা কর্মীদের দিকনির্দেশনা মূলক বার্তা পৌঁছে দেন ।