1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

সিলেটে লাল গালিচা সংবর্ধনায় বিরক্ত হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এয়ারপোর্ট প্রতিনিধি🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

সিলেট সফরে এসে লালগালিচা দেখে বিরক্তি প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লালগালিচা বিছানো দেখে বিরক্ত হন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে নেয়া হয়।

এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো রাখতে আমি মানা করেছিলাম না? তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বার বার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারতেছো না।
বিমানবন্দর থানা পরিদর্শনকালে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা জানেন, পুলিশের কাছে আমাদের অনেক আশা, কিন্তু তাদের থাকা-খাওয়ায় অনেক বড় সমস্যা।

উপদেষ্টা বলেন, আপনারা শুধু তাদের (পুলিশ) থেকে চান, তাদের তো কিছু দিতেও হবে। আপনারা এ বিষয়ে কথা বলবেন। অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে।

পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন। যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট