শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে অস্বাবাবিক হারে বেড়েই চলেছে যানজট, ট্রাফিক পুলিশ পতিনিয়ত কাজ করে পার পাচ্ছেনা যানজট এড়াতে, তাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে প্রতিদিনের যানজট
এই এলাকাতে প্রতিদিন লেগেই আছে একের পর এক দুর্ঘটনা ।
১২ ও ১৩ নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী স্থানীয় যুবকদের উদ্যোগে আগামী রবিবার ২০ এপ্রিল বাদ এশা জনি জামানের এপার্টমেন্টে এ বিষয়ে এক জরুরি সভা অনুষ্টিত হবে এতে উক্ত এলাকার সর্ব সাধারনের উপস্তিতি একান্ত কাম্য , ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার কে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো ।
একদিকে সিএনজি স্ট্যান্ড ও শেখ ছানাউল্লাহ জামে মসজিদ, অন্যদিকে রয়েছে একই সাথে দুটি স্কুল মঈনুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ।
মুসল্লি ও শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের কে ও যদি ও প্রশাসন প্রায় চেষ্টা করে যানজট নিয়ন্ত্রণ করতে কিন্তু সেটা সম্ভব হয়নি স্কুল ছুটি কালীন সময়ে কিংবা মুসল্লিদের
নামাজের সময় একের পর একেকটি সিএনজি দ্রুত আসতেই তাকে বন্দর হয়ে মেডিকেল যেতে কেউ আবার টুকের বাজার দ্রুতগামী সিএনজি গুলি লাগামহীন ভাবে চলছেই ।
টুকেরবাজার ও মেডিকেল রোডের গাড়ি গুলি ভি আই পি রোড শেখঘাটের দিখে দ্রুতগামী সিএনজি গুলির এতো গতি না দেখলে বিস্বাস করা অসম্ভব।