সুনামগঞ্জে তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। গ্রেফতারকৃত যুবকের নাম মো.লোকমান হেকিম (৪২)।
তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) সকালে টেকেরঘাট বিওপির একটি টহল দল গ্রেফতারকৃত লোকমান ১১৯৯/৯ এস পিলার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে ফেরত আসার সময়ে ১৬ পিস ইয়াবা সহ তাকে আটক করে বিজিবি।
সুনামগঞ্জ -২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে ইয়াবাসহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।