1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুলিবিদ্ধ হাদি, হামলাকারীদের ধরতে কড়া নির্দেশ প্রধান উপদেষ্টার ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে মাছ বিক্রেতা কে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা সিলেটের বিয়ানীবাজারে ফোন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যুবক খুন সিলেট মহানগর পুলিশের নির্দেশনার পর এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম ১০০ বছরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সিলেটে ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল ছাত্র-জনতা

বিশেষ প্ৰতিনিধি🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

সিলেট: জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশ রানাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১৩ মে) রাত ৯ টায় সিলেট নগরীর রিকাবীবাজারের ফাতেমা রেস্টুরেন্ট থেকে তাকে ঘেরাও করে ছাত্র-জনতা।

এরপর গণপিটুনি দিয়ে মদন মোহন কলেজ এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কতোয়ালী মডেল থানা পুলিশকে ঘটনা জানানো হলে, লামাবাজার পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের হাতে সোপর্দ করা হয় তাকে।

স্থানীয় সূত্র জানা যায়, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে নিজ ইউনিয়ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক সংবাদ মাধ্যমে অনিয়ম দুর্নীতির খবর প্রকাশ হলেও তিনি ছিলেন বেপরোয়া।

জানা যায়, অবৈধভাবে ১৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০২৪ সালে হবিগঞ্জ জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত অভিযোগ দেন উপজেলার করগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইদুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা ওই ইউনিয়নের মাধবপুর, পাঞ্জারাই, টুকের বাজার, শেরপুর বৈলাকিপুর এলাকার এলজিআরডির বিভিন্ন রাস্তার গাছ কেটে গোপনে বিক্রি করে ১০ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া ওই ইউনিয়ন পরিষদের ২০২২ সালের ট্যাক্সের ৭ লাখ ৬৭ হাজার ৩৭০ টাকা এবং ২০২৩ সালে ট্যাক্সের ১ লাখ ৪১ হাজার ১৭০ টাকাসহ মোট ১৯ লাখ ৮ হাজার ৫৪০ টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা চেয়ারম্যান নির্বাচন হওয়ার পর থেকে দলীয় প্রভাব বিস্তার করে তার পছন্দের ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়নের সরকারি গাছ কেটে বিক্রি ও ট্যাক্সের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

গত ৫ আগস্ট দেশে সরকার পরিবর্তন হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতার মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় আত্মগোপনে চলে যান চেয়ারম্যান রানা। এরপর থেকে চেয়ারম্যান রানার অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ ও রানাকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়সহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন স্থানীয়রা।

লামাবাজার পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বৈষম্যেবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট