1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

ইসরায়েলিদের বর্ণনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা

আন্তর্জাতিক ডেস্ক🖊
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

 

ইসরায়েলের বাড়িঘর ও অ্যাপার্টমেন্টে শুক্রবার (১৩ জুন) রাতজুড়ে বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে, তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ইরানের সামরিক নেতৃত্ব এবং পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলি হামলার জবাবে ইরান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় সতর্কীকরণ সাইরেনের শব্দে লাখ লাখ ইসরায়েলি নিরাপদ কক্ষ এবং বোমা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায়। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে, তবে বেশ কয়েকটি বড় বিস্ফোরকবাহী ক্ষেপণাস্ত্র তেল আবিব, রামাত গান ও রিশন লেজিওনের বাড়িগুলোতে আঘাত করেছে।

শুক্রবার রাতে তেল আবিবের একটি বহুতল ভবনের বাসিন্দা তালি হোরেশ নামের এক নারী নিউজ সাইট ওয়াইনেটকে বলেন, ‘আমরা দরজা বন্ধ করে দিলাম, কম্পিউটারের মাধ্যমে খবর দেখতে শুরু করলাম, আর হঠাৎ এত জোরে একটা শব্দ হলো যে পুরো ভবন কেঁপে উঠল।’

‘কয়েক মিনিট পরে আমরা দরজা খুললাম, কারণ ধোঁয়া শনাক্তকারী যন্ত্রটি বন্ধ হয়ে গিয়েছিল। পুরো বসারঘর ধোঁয়ায় ভরে গেল এবং আমরা নিরাপদ কক্ষে ঢুকে গেলাম’, যোগ করেন তালি হোরেশ।

সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছানোর আগে হোরেশ এবং তার পরিবার প্রায় দুই ঘণ্টা নিরাপদ কক্ষে অবস্থান করেন।

তালি হোরেশ আরও বলেন, ‘বাড়ির নিচের তলায় ব্যাপক ধ্বংসস্তূপ ছিল। পানি প্রবাহিত হচ্ছিল, দরজা একপাশে ভেঙে গেছে, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। লবিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।’

পরে উদ্ধারকারী দলের শত শত আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের সৈন্য, দমকলকর্মী, পুলিশ সদস্য, চিকিৎসক, প্রকৌশলী ও প্রশিক্ষিত কুকুর ঘণ্টার পর ঘণ্টা ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিশ্চিত হয় ভবনে কেউ আটকা পড়ে নেই।

হোম ফ্রন্টের তেল আবিব কমান্ডের নেতৃত্ব দেন কর্নেল (রিজার্ভ) মাইকেল ডেভিড। তিনি ওয়াইনেটকে বলেন, তার বাহিনীকে এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রশিক্ষিত করা হয় এবং তাদের শক্তি বৃদ্ধি করা হয়। তবে তিনি বলেন, ‘এটি এমন একটি বিশাল ঘটনা, যা আমরা অতীতে দেখিনি।’

মাইকেল ডেভিড বলেন, ‘আমরা ভবনটিতে বসবাসকারী মানুষের ছবি সংগ্রহ করি, যাতে কেউ নিখোঁজ বা আটকা পড়ে আছে কিনা তা জানা যায়। এটি একটি কষ্টসাধ্য কাজ যা ঘণ্টার পর ঘণ্টা সময় নিতে পারে, বিশেষ করে যখন আমরা অনেক উঁচু ভবনের কথা বলি, সেখানে শত শত বাসিন্দা থাকে। আমরা যতক্ষণ না নিশ্চিত হই যে, আমরা কোনো বাসিন্দাকে ফেলে যাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে সরে যাই না।’

ইসরায়েল প্রথমবারের মতো ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানোর একদিনেরও কম সময়ের মধ্যে পাল্টা আক্রমণ শুরু করে দেশটি। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ বেশ কয়েকজন নিহত এবং শত শত মানুষ আহত হয়। ইরানে ইসরায়েলি আক্রমণ অব্যাহত রয়েছে।

ইসরায়েল ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখার চেষ্টা করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। তবে ইসরায়েলকে ধ্বংস করার শপথ নেওয়া ইরানের নেতারা প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, কিন্তু ৬০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করে দেশটি। এই হার বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক বেশি এবং অস্ত্র-গ্রেড থেকে সামান্য কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট