1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

প্রবাসীদের জন্য বড় সুখবর, বুধবার থেকেই কার্যকর

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাগেজ রুলস সংশোধন করে বাড়তি সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যাত্রীবান্ধব নীতিমালার অংশ হিসেবে এনবিআরের নতুন ‘অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫’ বুধবার (২ জুলাই) থেকেই কার্যকর হয়েছে। তবে যাত্রীরা যেন অপব্যবহার করতে না পারেন, সেজন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন নতুন ব্যাগেজ রুলস জারির পর বিভিন্ন অংশীজন ও মাঠপর্যায়ের মতামতের ভিত্তিতে বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে।

এতে প্রবাসীদের জন্য মোবাইল ফোন ও অলংকার আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হয়েছে।

সংশোধিত ব্যাগেজ রুলসের গুরুত্বপূর্ণ দিকগুলো

মোবাইল ফোন : এখন থেকে সাধারণ যাত্রীরা শুল্ক পরিশোধ না করেই প্রতি বছর একটি করে নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডধারী এবং কমপক্ষে ৬ মাস বিদেশে অবস্থানকারী প্রবাসীরা শুল্কমুক্ত সুবিধায় বছরে দুটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

স্বর্ণ ও রৌপ্য অলংকার : কোনো ধরনের শুল্ক-কর ছাড়াই যাত্রীরা বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণালংকার অথবা ২০০ গ্রাম রৌপ্য অলংকার আনতে পারবেন।

স্বর্ণবার : প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ সাপেক্ষে বছরে একবার সর্বোচ্চ ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনার অনুমতি দেওয়া হয়েছে।

ঘোষণা বাধ্যতামূলক : ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে কাস্টমস হল ত্যাগের আগেই অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।

অপরিবর্তিত সুবিধাগুলো

এনবিআর জানিয়েছে, সংশোধিত অংশ ছাড়া ব্যাগেজ রুলসের অন্যান্য সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে।

প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে এই সংশোধন এনেছে সরকার।

এতে একদিকে যাত্রীরা সুবিধা পাবেন, অন্যদিকে শুল্ক ফাঁকি প্রতিরোধে কাস্টমস বিভাগ আরও কার্যকর হতে পারবে বলে আশা করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট