1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

সুনামগঞ্জে ১৮ ইউনিটে বিএনপির পাল্টা কমিটি

সুনামগঞ্জ প্রতিনিধি:🖊
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির ১৮টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বঞ্চিতরা। সম্প্রতি গঠিত কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কমিটি ঘোষণা করা হয়।

তাদের অভিযোগ, সম্প্রতি ১৮টি ইউনিটে যেসব কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে অনেক চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ফ্যাসিবাদ ও জাপার দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে দলের ভাবমূর্তি। কমিটিতে বিগত সময়ে জেল-জুলুম-নির্যাতনের শিকার নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল লতিফ জেপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আ স ম খালিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

সুনামগঞ্জ বিএনপির সদস্যসচিব পদমর্যাদার সদস্য অ্যাডভোকেট আবদুল হক বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে আমাদের কাছে নির্দেশনা ছিল কোথাও যাতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের জায়গা দেওয়া না হয়। এমন হওয়ার কথা নয়। খোঁজখবর নিয়ে দেখব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট