1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায় উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরণ বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুসংবাদ টাঙ্গুয়ার হাওরে অবৈধ হাউসবোট জব্দের নির্দেশ

ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় দুর্ঘটনা কবলে সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যানের গাড়ি 

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

 

সিলেট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরীর ব্যবহৃত সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন চালক জামাল হোসেন। গাড়ি সড়কে রেখে তিনি গিয়েছিলেন আত্মীয়ের বাসায়। এমন সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ায় গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। তবে জামাল হোসেন ব্যক্তিগত কাজে নয়, গাড়ির হেডলাইট মেরামত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান।

গতকাল শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, শনিবার বিকেলে গাড়িটি যখন দুর্ঘটনা কবলে পড়ে, তখন বোর্ড চেয়ারম্যান ব্যক্তিগত কাজে সিলেট নগরীর সুবিদবাজারে অবস্থান করছিলেন। আর চালক জামাল হোসেন গাড়ি নিয়ে অবস্থান করছিলেন দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায়।

দুর্ঘটনার সময় বোর্ডের চেয়ারম্যান গাড়িতে ছিলেন কিনা জানতে চাইলে জামাল হোসেন প্রথমে বলেন, ‘‘স্যার গাড়িতে ছিলেন না।’’

গাড়ি দক্ষিণ সুরমার শিববাড়িতে গেল কীভাবে জানতে চাইলে জামাল হোসেন বলেন, ‘‘তিনি ব্যক্তিগত কাজে শিববাড়ি গিয়েছিলেন। ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।’’ কিন্তু পরক্ষণেই জামাল হোসেন বলেন, ‘‘স্যারের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছি।’’ এরপর তিনি ফোন কেটে দেন। পরে আর তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে বোর্ডের একটি সূত্র জানায়, দুর্ঘটনায় গাড়িটির ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এখনও কোনো তদন্ত কমিটি বা চালকের বিরুদ্ধে ব্যবস্থা বা তাকে শোকজ করা হয়নি।

এ ব্যাপারে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘‘আমি তখন সিলেট নগরীর জালালাবাদের বাসায় অবস্থান করছিলাম। চালক আমাকে বলেছে- গাড়ির হেডলাইট মেরামত করতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে।’’

কিন্তু জামাল হোসেন বলছে ব্যক্তিগত কাজে তিনি শিববাড়ি গিয়েছিলেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘‘এখনো তদন্ত কমিটি হয়নি। আমরা অফিসিয়ালি তদন্ত করে দেখব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট