দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পরই আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার বিমানের ছোট ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এআই৩১৫ বিমানটি মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে অবতরণ করে। তার কিছুক্ষণ পরই বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-এ আগুন লেগে যায়। এরপর সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
এপিইউ হল একটি ছোট ইঞ্জিন। বিমান যখন রানওয়ে ছুঁয়ে থাকে, তখন তাকে শক্তি জোগায় এপিইউ। আগুন ধরে যাওয়ার সময় যাত্রীরা বিমান থেকে অবতরণ করছিলেন। যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন বলে খবর। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আগুন লাগার কারণে বিমানের কিছু ক্ষতি হয়েছে।
গত মাসে আহমেদাবাদে দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। সেই ঘটনার পর ফের এয়ার ইন্ডিয়ার বিমানে অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে।