1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন

নিজস্ব প্রতিবেদন:🖊
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

সিলেট-লন্ডনের বিমানের ফ্লাইটে ঘুষি মেরে ভেঙে দেওয়া যাত্রী মো. শওকত আলী মদ‍্যপ ছিলেন বলে জানা গেছে। বিমানের নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করার অভিযোগ তার বিরুদ্ধে।

এসব অভিযোগে শওকতকে ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ওসমানী বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানের একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে সিলেটগামী বিমানের বিজি (বিজি ২০১) ফ্লাইটে ফিরছিলেন শওকত নামের ওই যুবক। তিনি মদ্যপ ছিলেন। তার আসন নং ছিল ২৭-এ।

জানা গেছে, তিনি অন্যান্য সহযাত্রীদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। গালিগালাজের এক পর্যায়ে তিনি মারমুখী আচরণ শুরু করেন। তখন বিমানের লোকজন দড়ি দিয়ে তাকে নিজের আসনের সাথে বেঁধে রাখেন। এরপর থেকে তিনি ক্রুদের, বিশেষ করে মহিলা ক্রুদের অশ্লিল গালি-গালাজ শুরু করেন।

এক পর্যায়ে তিনি ২৭-সি নং সিটের মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেন। ওই মেশিনটির দাম ১১ লাখ টাকার বেশী।

সকালে বিমানের ওই ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ তাকে আটকে রেখে ভ্রাম্যমান আদলতর হাতে তুলে দেন। তারা ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন বলেও বিমান সূত্রটি নিশ্চিত করে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফ এ অর্থদণ্ড প্রদান করেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট ম‍্যানেজার হাফিজ আহমদ।

এদিকে, বিমান বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এমন মদ্যপ যাত্রীকে ফ্লাইটে আরোহন করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন হয়রানির শিকার কর্মকর্তা ও ক্রুরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট