1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সিলেট মহাসড়ক সংস্কারে ঘোষণা” সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম সিলেট রেলস্টেশনে যাত্রীসেবার মান উন্নত হলেও টিকিট কালোবাজারিদের হাতে ২ মিনিটে টিকিট শেষ হয়ে যায় এটা কোনো সিস্টেম হতে পারে না ডিসি আন্দোলন করেও ঠেকানো যাচ্ছেনা ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন জগন্নাথপুরে ৪ এমপি প্রার্থী একজোট, ধানের শীষে দিবো ভোট বিমানের মনিটর ভাঙচুর” মদ্যপ ছিলেন শওকত, নারী ক্রুদের সাথেও দুর্ব্যবহার করেন বিশ্বনাথে বিএনপির লুনা ইলিয়াছ ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে সং-ঘ-র্ষ মাসুদ রানা সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৯ লিজিং কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিল সরকার এসএমপির হুশিয়ারি: প্রথমবার তিন হাজার, ২য় বার ৬ হাজার টাকা

বিপিএল: স্বপ্নের ফাইনালে ফরচুন বরিশাল

স্পোর্টস ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

দূর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে স্বপ্নের ফাইনালে ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস’কে ৯ উইকেট উড়িয়ে, টানা দ্বিতীয় ফাইনালে উঠেছে বরিশাল। প্রথমে ব্যাটিং করে শামীম হোসেনের ৭৯ রানের ইনিংসের পরও ৯ উইকেটে ১৪৯ রানে থামে চিটাগং। জবাবে তাওহীদ হৃদয়ের অপরাজিত অনবদ্য ৮২ রানে; ফাইনাল নিশ্চিত করে বরিশাল।

জিতলেই ফাইনাল। এমন ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়ে চিটাগং কিংস’কে চেপে ধরে বরিশাল। প্রথম বলেই বাউন্ডারী মেরে ইনিংসের সূচনা করা চিটাগং ওপেনার খাজা নাফে’কে দ্বিতীয় বলেই বোল্ড করে, দারুন ক্যামব্যাক কাইল মায়র্সের। নিজের দ্বিতীয় ওভারেই গ্রাহাম ক্লার্কের উইকেটও তুলে নেন মায়ার্স। অন্য প্রান্তে বল হাতে তোপ দাগান মোহাম্মদ আলী এবং এবাদত হোসেন। তাতে ৩৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে কঠিন চাপে চিটাগং। অধিনায়ক মোহাম্মদ মিথুন ১ এবং হায়দার আলী ৭ করে আউট হন।

পঞ্চম উইকেটে হাল ধরে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারী।  শামীম প্রথম থেকেই আক্রমনাত্ব ব্যাটিং করে রানের চাকা সচল রাখেন। তাকে গুরুত্বপূর্ণ সাপোর্ট দেন পারভেজ ইমন। তবে রিশাদকে বিগ শর্ট নিতে গিয়ে পারভেজ ৩৬ রানে ক্যাচ দিলে, ভাঙে ৭৭ রানের জুটি। অন্যপ্রান্তে ২৯ বলে হাফসেঞ্চুরি করে শামীম আউট হয়েছেন ৪৭ বলে ৭৯ করে। বরিশালের পেসার মোহাম্মদ আলী ১৯তম ওভারেই ৪ উইকেট নেন। সবমিলিয়ে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট।

জবাবে তামিম ইকবাল ২৯ করে খালেদ আহমেদের শিকার হলেও, তাওহীদ হৃদয়ের ৫৬ বলে অপরাজিত ৮২ এবং ডেভিড মালানের অপরাজিত ৩৪ রানের দূর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠে বরিশাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট