1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে অনুষ্ঠান থেকে জুলাইযোদ্ধাকে বের করার প্রতিবাদে বিক্ষোভ জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান সপ্তাহের প্রথম কর্মদিবসে দুই সমাবেশ, রাজধানীতে তীব্র যানজট ৪ বিভাগে বাড়তে পারে বৃষ্টি আ.লীগ অপকর্ম করলে ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি ঢাকায় উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা, পরে কোলাকুলি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক ব্যতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আরাকান আর্মির হাতে বাংলাদেশি সিম, ব্যবহার হয় মুক্তিপণ আদায়ে

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের অপহরণ করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে। কক্সবাজারের টেকনাফে নাফ নদী বাংলাদেশের জলসীমায় আরাকান আর্মির সদস্যরা ঢুকে বাংলাদেশের জেলেদের অপহরণ করে নিয়ে যায়।

বাংলাদেশের সীমান্ত থেকে আনুমানিক সাত-আট কিলোমিটার রাখাইন রাজ্যের ভেতরে আরাকান আর্মি নিয়ন্ত্রিত একটি ক্যাম্পে তাদের বন্দি করে রাখা হয়। তাদের পরিবার বা নৌকার মহাজনের মোবাইল নম্বর চায় তারা। মোবাইল ফোন নম্বর না দিলে বন্দিদের ওপর শারীরিক নির্যাতন চালায়। ফোন নম্বর পাওয়ার পর তারাই ফোন করে জন প্রতি ২ লাখ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

আরাকান আর্মির হাতে বাংলাদেশের সিমকার্ডসংবলিত মোবাইল ফোন রয়েছে। সেটিতে মোবাইল ব্যাংকিংও করা আছে। মুক্তিপণ পাওয়ার পর তারা জেলেদের নৌকায় করে নাফ নদের বাংলাদেশ জলসীমায় এনে আরেকটি নৌকায় তুলে দেয়। ১৭ দিন বন্দি থাকার পর গত বৃহস্পতিবার আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশের ২৯ জন জেলে ও মাঝিমাল্লা ফিরে এসে এসব নির্যাতনের কথা জানিয়েছেন।

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মিদের একটি  ক্যাম্পে ১৭ দিন বন্দি ছিলেন ৩৫ বছর বয়সী মৎস্যজীবী মাহমুদুল হাসান। গত ১১ ফেব্রুয়ারি নাফ নদী থেকে তাকে ধরে নিয়ে যায় তারা। তিনি বলেন, মৎস্যজীবীদের প্রথমে মিয়ানমারের সীমান্তবর্তী একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

তাদের কড়া নজরদারিতে রাখা হয়। ৪৮ ঘণ্টা ধরে অতি সংকীর্ণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হয়। মূত্র ত্যাগের জন্য আমাদের শুধুমাত্র একটি বালতি দেওয়া হয়েছিল।  কিন্তু কোনো প্রকার অন্যান্য সুবিধা ছিল না। আমাদের কেবল ওয়াশরুমে নিয়ে যেত, তারপর আবার একই ঘরে বন্ধ করে দিত।
খাবারের বিষয়ে মাহমুদুল বলেন, ‘আমাদের কেবল এক মুঠো ভাত এবং সেদ্ধ কলার কাণ্ড দেওয়া হতো। কখনো কখনো শুধু মসুর ডাল দেওয়া হতো, তবে তা পচা ছিল এবং তাতে পোকা ছিল। এমনকি আমাদের দেওয়া পানি ছিল পোকামাকড় এবং সিগারেটের ছাইযুক্ত।’ মাহমুদুলের ভাষ্য অনুযায়ী, একই ক্যাম্পে কমপক্ষে ছয় জন বাংলাদেশি মৎস্যজীবী বন্দি ছিলেন। অন্যদের কোথায় রাখা হয়েছে তা তিনি জানতে পারেননি।

২০ বছর ধরে মৎস্যজীবী হিসেবে কাজ করা মো. শফিউল্লাহ বলেন, ‘আমরা জানি যে প্রতিদিন দুই বা তিন জন মৎস্যজীবীকে আরাকান আর্মি জোরপূর্বক আটক করে ক্যাম্পে এনে বন্দি করে রাখত। আমরা ১৭ দিন থাকার সময় অনেককে এনেছে আবার অনেককে মুক্তিও দিয়েছে।’

শফিউল্লাহ দাবি করেন, আরাকান আর্মি সাধারণত প্রতি মত্স্যজীবীর মুক্তির জন্য ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা অথবা ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তাদের কাছে বাংলাদেশি সিমকার্ড ছিল এবং তারা নির্যাতনের ছবি এবং ভিডিও পাঠিয়ে পরিবার থেকে মুক্তিপণ আদায় করত। তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ সংগ্রহ করত, যা মূলত বাংলাদেশি এবং রোহিঙ্গাদের একটি গ্রুপ পরিচালনা করত।

২১ বছর বয়সী মৎস্যজীবী আব্দুর রহমান যিনি ১৭ দিন আরাকান আর্মির ক্যাম্পে বন্দি ছিলেন। তিনি বলেন, আমাদের বন্দিত্বের সময় কিছু বাংলাভাষী আরাকান আর্মির সদস্যরা নিজেদের মধ্যে কথা বলেছিলেন। এর আগেও তারা বাংলাদেশের জেলেদেরকে অপহরণ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৫ লাখ টাকা আদায় করেছে বলে নিজেদের মধ্যে কথাবার্তা বলে।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আরাকান আর্মি আমাদের জেলেদের কেবল তখনই নিয়ে যায়, যদি তাদের নৌকা তাদের এলাকা প্রবেশ করে, তবে এটি সত্য নয় যে, তারা আমাদের এলাকা প্রবেশ করেছে। আমি মনে করি, আরাকান আর্মি সক্রিয় হতে এবং স্বীকৃতি পেতে চায়, এজন্য এমন ঘটনা ঘটছে। কিন্তু সুখবর হলো—আমাদের পক্ষ থেকে আরাকানদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সাড়া দিচ্ছে। যে কারণে আমরা জেলেদের ফিরিয়ে আনতে পারছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট