1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের টানা ৫ দিন বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ালো টিসিবি

নিউজিল্যান্ডকে উড়িয়ে শিরোপা পুনরুদ্ধার করলো

ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

সর্বশেষ ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সুযোগ ছিল ২৫ বছরের আক্ষেপ ঘুচানোর। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলো না কিউইরা। উলটো নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে পুনরুদ্ধার করেছে ভারত। ২০১৩ সালে সবশেষ শিরোপা জিতেছিল তার। এই নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার উইল ইয়োং ও রাচিন রবীন্দ্র। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে দ্রুতই চাপে পড়ে কিউইরা।

তবে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের ফিফটিতে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ১০১ বলে ৬৩ রান করে আউট হন মিচেল। আর ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল।

২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। আগ্রাসী ব্যাটিংয়ে ১০৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত।

এরপর ১৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। গিল ৫০ বলে ৩১, বিরাট কোহলি ২ বলে ১ ও রোহিত ৮৩ বলে ৭৬ রান করে সাজঘরে ফিরে যান।

তবে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন শ্রেয়াস আইয়ার। ৬১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেন নিউজিল্যান্ডের বোলাররা।

আইয়ার ৬২ বলে ৪৮ ও অক্ষর ৪০ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ব্যাটে জয়ের পথেই থাকে ভারত। জয় থেকে ১১ রান দূরে থাকতে ১৮ বলে ১৮ রান করে আউট হন হার্দিক।

এরপর ক্রিজে আসা রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রাহুল। জাদেজা ৬ বলে ৯ ও রাহুল ৩৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল নেন ২টি করে উইকেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট