1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার দাবি বিএনপির নির্বাচনের আগে সংস্কারের দাবি জামায়াতের সুনামগঞ্জে বিনামূল্যে চক্ষু রোগীদেরকে সেবা দিল এনজিও পদক্ষেপ জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন: তাসনিম জারা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির

জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে

স্পোর্টস ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

 

হাসপাতালে জ্ঞান ফিরেছে তামিম ইকবালের। এতে কিছুটা হলেও দুশ্চিন্তা কেটেছে তামিম ভক্তদের। অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে আপাতত এই হাসপাতালেই ৪৮ ঘণ্টা অবজারভেশনে থাকবেন তিনি।

হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরে তামিম ইকবালের। জ্ঞান ফেরার পর কথাও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তিনি।

সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে আনা হলে আমরা চিন্তা করি তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা। বিভিন্ন কারণে ঢাকায় নেয়া সম্ভব হয়নি। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হয়। ওই অবস্থায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয়।

তিনি আরও জানান, একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছে ওনি করেছেন। এবং খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।

হাসপাতাল থেকে বের হয়ে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানান, তাকে এই হাসপাতালেই ৪৮ ঘণ্টা অবজরভেশনে রাখা হবে। তবে তার পরিবারের সদস্যরা তার অবস্থা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চান না। তার শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলেও জানান তিনি।

সোমবার (২৪ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা। পরবর্তীতে তাকে নিকটস্থ সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট