1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
টোকিওতে ড. ইউনূসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ তারেক রহমান ও জুবাইদা রহমান খালাস মসজিদের ব্যাটারি চু*রি তার নেশা : সুনামগঞ্জে এসে হাতেনাতে ধরা সিলেটসহ দেশের ৬টি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা মরহুমার মৃত্যুতে আজ বাদ যোহর শেখ ছানাউল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আত্মপ্রকাশ ছাতকে ঘুস ও অনিয়মের অভিযোগে উপজেলা প্রকল্প কর্মকর্তাকে বদলি সিলেটে নজর কাড়ছে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান প্রজাতির বাহুবলী-৪ আজ রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা সাবেক ভূমিমন্ত্রী হীরা ও তার স্ত্রীকে ছেড়ে বাসায় পৌঁছে দিলো পুলিশ

শেখ হাসিনাকে ৩ জুন ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

সোনালী ডিজিটাল ডেস্ক🖊
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

 

আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে আগামী ৩ জুন সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (২৬ মে) ট্রাইব্যুনাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

এর আগে রবিবার (২৫ মে) আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এই দুই অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৪) ধারা এবং ট্রাইব্যুনাল বিধিমালা-২০১০ এর ৪৫ বিধির আওতায় শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের নোটিশ পাঠানো হলেও তারা পূর্বনির্ধারিত তারিখে হাজির হননি এবং কোনো লিখিত জবাবও দেননি।

এই প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের আরও একটি সুযোগ দিয়ে ট্রাইব্যুনাল আগামী ৩ জুন সকাল ১০টায় তাদের ট্রাইব্যুনালে হাজির হয়ে বক্তব্য পেশের নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ে তারা হাজির না হলে, তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

অভিযোগের পেছনে রয়েছে একটি ভাইরাল অডিও, যেখানে বলা হয়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। ’ ফরেনসিক পরীক্ষায় এটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণিত হওয়ার পর আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই মামলায় প্রসিকিউশন পক্ষের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আদালতের তিন সদস্যের প্যানেলের নেতৃত্ব দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদার। আসামিদের অনুপস্থিতিতে ২৫ মে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় পরবর্তী আদেশের জন্য ৩ জুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট