1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা” অনেকটা পিছিয়ে রয়েছে

নিজস্ব প্রতিবেদক🖊
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

দেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছিয়ে রয়েছে বিগত কয়েক বছর দরে, যে ভাবে শিক্ষার অব্যবস্থাপনা ছিল সেখানে শিক্ষার মান নিন্মমুখী , দেশে শিক্ষিত বেকারের হার বেশি অনেকে অনার্স মাষ্টার্স কমপ্লিট করে ও চাকুরী পাচ্ছেন না ।

মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদ্বয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিবাবক মহল বিনীত অনুরোধ , জানিয়েছেন বর্তমান শিক্ষা পাঠ্যবহি নতুন জাতীয় শিক্ষা কারিকুলাম,নিয়মে নিয়ে আসার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদ্বয় কে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিবাবকরা ।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানে এক ক্লাস থেকে অন্য ক্লাসে ভর্তি হতে গুনতে হয় সেশন ফি সমান টাকা লক্ষ্য করে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় অনেকে লিখালিখি করেন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ন্ন হলে সেই স্কুলের শিক্ষার্থীরা কেনো পুনরায় ভর্তির জন্য টাকা দিতে হবে ।

যদি ও বা দেওয়া বাদ্যতামূলক তাহলে উত্তীর্ন্ন ক্লাসের বেতন বা ফি নির্ধারিত করা উচিৎ যেমন ক্লাস ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে বেতন ৫০০ শত টাকা ফি বাবত ৩০০ শত টাকা টিফিন ১৫০ শত টাকা মোট ৯৫০ শত টাকা নির্ধারিত করা হয় তাহলে গরীব শিক্ষার্থী ও অভিবাবকরা শিক্ষার পূর্ণ সুযোগ পাবে বলে মনে করেন অভিবাবকরা ।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত গত ২৭ অক্টোবর। পরিপত্রে বলা হয়েছে, নীতিমালা জারির তারিখ (২৭ অক্টোবর, ২০২৪) থেকে এটি কার্যকর হবে ।

এমপিওভুক্ত এবং নন-এমপিও বেসরকারি স্কুল-কলেজের বেতন/টিউশন ফি ছাড়া অন্য সব ফি নির্ধারণ করে দিয়েছে সরকার।

নীতিমালায় বলা হয়েছে, মহানগরের (সিটি করপোরেশন এলাকা) এমপিওভুক্ত স্কুল ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বেতন/টিউশন ফি ছাড়া অন্যান্য ২৩ খাতে একজন শিক্ষার্থীর কাছ থেকে বছরে সর্বমোট ২ হাজার ৪৬৫ টাকা আদায় করতে পারবে। এর মধ্যে অভ্যন্তরীণ পরীক্ষা খাতে প্রতি পত্রের জন্য ৪০ টাকা, টিফিন বাবদ মাসে ১৫০ টাকা, মুদ্রণ বছরে ২০০ টাকা, ম্যাগাজিন ৭৫ টাকা, ক্রীড়া ১৫০, সাংস্কৃতিক উৎসব ৭৫, বিভিন্ন জাতীয় দিবস উদ্‌যাপন ৭৫, বিভিন্ন ক্লাব গঠন ২৫, লাইব্রেরি ২০, কল্যাণ/দরিদ্র তহবিল ২৫, আইসিটি ২৪০ (মাসে ২০ টাকা), বাগান ৬০, ল্যাবরেটরি (প্রযোজ্য ক্ষেত্রে) ৪০, কমনরুম ৩০, পরিচয়পত্র ৫০, নবীনবরণ-বিদায় সংবর্ধনা ৫০, চিকিৎসা ১০, বিবিধ ৫০, উন্নয়ন ১০০০ টাকা, বিদ্যুৎ ৩০, শিক্ষা সফর ৫০, সাঁতার প্রশিক্ষণ ফি ১০ টাকা।
একজন সাধারণ শিক্ষার্থী কে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করতে হলে সেশন ফি জানুয়ারি মাসের বেতন সহ ৪০০০ টাকা,পতি মাসে বেতন ৪৫০ টাকা ১ বৎসর এক ক্লাসে মোট খরচ, যেমন যাতায়াত ড্রেস খাতা কলম প্রাইভেট টিউশন সব মিলয়ে একেবারে কম করে হলে ও ১ বৎসরে ৪০০০০/চল্লিশ হাজার টাকার প্রয়োজন ।

খেটে খাওয়া দিন আনে দিন খায় গরিব মধ্যবৃত্ত যাদের আয়ের কোন উৎস নাই, তাদের ছেলে মেয়েরা লেখা পড়া করবে কি করে, এমনিতেই অভিবাবকরা শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করতে পারছেন না, আগামী ২/৪ বছরের মধ্যে শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না বলে জানিয়েছেন প্রবীণ এক শিক্ষক , ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা কমে আসবে অচিরেই, বলে মন্ত্যব করলেন প্রবীণ এই শিক্ষক ।

আগামীর প্রজন্ম প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ফ্রি থাকায় এ পর্যন্তই সিংহ ভাগ মানুষ লেখা পড়া করবে বলে মনে করেন তিনি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট