1. motinbishnes@gmail.com : সোনালী সিলেট : সোনালী সিলেট
  2. info@www.sonalisylhet.com : সোনালী সিলেট :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাম্য হত্যা মামলায় সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ড. ইউনূসের উদ্দেশে ফারুক আপনি ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আপনার পদত্যাগ চাই না সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ ভারতের নদীর পানি পাকিস্তান পাবে না : হুঁশিয়ারি মোদির অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন: বিবিসি বাংলাকে নাহিদ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের টানা ৫ দিন বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ালো টিসিবি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১৮ বার

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

সোনালী ডেস্ক🖊
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

হল খালি করা নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা স্ব স্ব অবস্থানে অনড় রয়েছেন। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ সংক্রান্ত প্রশাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কিছু শিক্ষার্থী এখনো হলে অবস্থান করলেও সকাল থেকে অনেককেই হল ত্যাগ করতে দেখা গেছে।

হলে অবস্থান করা শিক্ষার্থীরা জানান, তারা কুয়েট ভিসিকে যেহেতু অবাঞ্ছিত ঘোষণা করেছেন সেহেতু তার কোনো সিদ্ধান্ত মানছেন না। তাছাড়া তারা এতটাই নিরাপত্তাহীন যে, হলের বাইরেও যেতে পারছেন না।

এ জন্য তারা যেকোনো পরিস্থিতিতে হলে অবস্থান করবেন।
তবে চলে যাওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ কেউ জানান, পরিবারের চাপে তারা বাড়ি চলে যাচ্ছেন। যেহেতু রমজানের ছুটি আসন্ন সে কারণে তারা হলে থাকছেন না, বাড়িতে যাচ্ছেন।

‘সম্প্রতি কিছু শিক্ষার্থী মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সময় বলেছিলেন, হল তাদের জন্য নিরাপদ না বলে তারা আর ফিরছেন না’, এ প্রসঙ্গে হলে অবস্থানকারী শিক্ষার্থীরা জানান, যারা চলে গেছেন তারাই শুধু আর ফিরবেন না এটাই তারা বলার চেষ্টা করেছেন।

কিন্তু যারা হলে আছেন তারা থাকবেন।

এদিকে, কুয়েট ভিসি প্রফেসর ড. মো. মাছুদ তার বাসভবনে অবস্থান করছেন। তবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুজজামান শেখ।

সকালে কুয়েট রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা বলেন, সকালে প্রশাসনের পক্ষ থেকে হলে হলে গিয়ে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে সকাল ১০টার পর হলে তালা মারা হবে। তাদেরকে বের হতে বলা হয়েছে। কিন্তু অনেকেই এখনো বের হননি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেছে বিচ্ছিন্নভাবে ২/১ জন করে শিক্ষার্থী হলত্যাগ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট