হল খালি করা নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা স্ব স্ব অবস্থানে অনড় রয়েছেন। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ সংক্রান্ত প্রশাসনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কিছু শিক্ষার্থী এখনো হলে অবস্থান করলেও সকাল থেকে অনেককেই হল ত্যাগ করতে দেখা গেছে।
হলে অবস্থান করা শিক্ষার্থীরা জানান, তারা কুয়েট ভিসিকে যেহেতু অবাঞ্ছিত ঘোষণা করেছেন সেহেতু তার কোনো সিদ্ধান্ত মানছেন না। তাছাড়া তারা এতটাই নিরাপত্তাহীন যে, হলের বাইরেও যেতে পারছেন না।
এ জন্য তারা যেকোনো পরিস্থিতিতে হলে অবস্থান করবেন।
তবে চলে যাওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ কেউ জানান, পরিবারের চাপে তারা বাড়ি চলে যাচ্ছেন। যেহেতু রমজানের ছুটি আসন্ন সে কারণে তারা হলে থাকছেন না, বাড়িতে যাচ্ছেন।
‘সম্প্রতি কিছু শিক্ষার্থী মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার সময় বলেছিলেন, হল তাদের জন্য নিরাপদ না বলে তারা আর ফিরছেন না’, এ প্রসঙ্গে হলে অবস্থানকারী শিক্ষার্থীরা জানান, যারা চলে গেছেন তারাই শুধু আর ফিরবেন না এটাই তারা বলার চেষ্টা করেছেন।
কিন্তু যারা হলে আছেন তারা থাকবেন।
এদিকে, কুয়েট ভিসি প্রফেসর ড. মো. মাছুদ তার বাসভবনে অবস্থান করছেন। তবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুজজামান শেখ।
সকালে কুয়েট রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভুঞা বলেন, সকালে প্রশাসনের পক্ষ থেকে হলে হলে গিয়ে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে সকাল ১০টার পর হলে তালা মারা হবে। তাদেরকে বের হতে বলা হয়েছে। কিন্তু অনেকেই এখনো বের হননি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেছে বিচ্ছিন্নভাবে ২/১ জন করে শিক্ষার্থী হলত্যাগ করছেন।